Pages

Thursday, July 31, 2025

বিকশিত ভারত রোজকার যোজনা

 ১লা অগাস্ট ২০২৫ থেকে শুরুহচ্ছে "প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজকার যোজনা "এই যোজনায় তিন কোটি কর্মসংস্থান হবে বলে দাবি করেছে EPFO(এমপ্লয়িজ প্রভীডেন্ট ফান্ড অর্গানিজেশন )কলকাতায় এই যোজনা নিয়ে এক অনুষ্ঠানে EPFO এক কর্তা জানান তারা প্রথম বছর ১কোটি ৯৩ লক্ষ কাজের বাজার তৈরী হতে পারে। তিনি আরো জানান দেশে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে, যেটুকু কাজ আছে তার বেশিরভাগ চুক্তিভিত্তিক ফলে কাজে সামাজিক সুরক্ষা কমছে, এই সমস্যা কাটাতেই এই প্রকল্প আনা হয়েছে। মূলত উৎপাদন শিল্পকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পতে চার বছর পর্যন্ত কর্মচারীদের আর্থিক সুরক্ষা দেওয়া হবে। এই প্রকল্প দ্বারা যদি উৎপাদন শিল্পকে গতিশীল করাযায় তাহলে দেশের আমূল পরিবর্তন আসবে।এটি দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত, প্রথম বারের মতো কর্মক্ষেত্রে যোগদান করি ব্যাক্তিকে এই সুবিধা দাওয়া হবে, দ্বিতীয়ত, নতুন চাকরির নিয়োগ কর্তাদেরও এই যোজনার সুবিধা দাওয়া হবে। যেসকল কর্মচারী তার প্রথম কর্মক্ষেত্রে মাসিক ১লক্ষ টাকার কম ইনকাম করবে তাদেরকে বেতনের সমপরিমান অর্থ দুটি কিস্তিতে দাওয়া হবে।

No comments:

when he talk

বিকশিত ভারত রোজকার যোজনা

 ১লা অগাস্ট ২০২৫ থেকে শুরুহচ্ছে "প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজকার যোজনা "এই যোজনায় তিন কোটি কর্মসংস্থান হবে বলে দাবি করেছে EPFO(এম...

Most popular....