Pages

Monday, February 21, 2022

রাশিয়া ও ইউক্রেনের সম্পর্ক


 সম্প্রীতি রাশিয়া ও ইউক্রিনকে নিয়ে যে সমস্যা তার জন্য অনেকে NATO কে দায়ী করছে।তবে রাশিয়া আগেও ইউক্রিন সীমান্তে এমন উত্তেজনা তৈরী করেছে। কথাহচ্ছে কেন এমন পরিস্থিতি হয়েছে???কারণ রাশিয়া চাইছে ইউক্রিন যাতে ইউরোপিয়ান উনিয়নে না যাই।এই সমস্যার মূল কারণ জানতে হলে যেতেহবে সোভিয়েত আমলে যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল যা ইউরাপের বেশকিছু দেশের মতো 2টি রাজনৈতিক মতভেদ বেশ শক্ত। একটি অংশ চাই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হতে অন্যটি তা চাইনাএবং নিজেদের প্রতিরক্ষার জন্য NATO সামরিক বাহিনীতে যোগদিতে অপর অংশ রুশ প্রভাব বলয়ে থাকতে কারণ বেশিরভাগ মানুষই রুশভাষায় কথা বলে।জারফলে রাশিয়ার সাথে তাঁদের রয়েছে সাংস্কৃতিক যোগসূত্র।2014 সালে ইউক্রিয়ান প্রেসিডেন্ট (রুশপন্থী )ক্ষমতা চুত হয়েযায় আর সেই থেকে এমন পরিস্তিতির শুরু হই।তার পরবর্তী যারা প্রেসিডেন্ট হন তারা এমন সিদ্ধান্ত নেয় যা প্রেসিডেন্ট পুতিনকে খুদ্ধ করে।অমত সময় ইউক্রিন এর ভেতরে রুশপন্থীরা বিদ্রোহকরে আর রাশিয়ান সেনা তা সমর্থনকরে পরে ইউক্রিয়ান বন্দর দখল করে এই বন্দর রাশিয়ার জন্য খুব সুভিদা হই কারণ রাশিয়ার এমন কোনো বন্দর ছিলোনা  যা সারা বছর ব্যবহার করা যেত এই বন্দর(CRIMEA)তাই রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ।বাল্টিক সাগরে রাশিয়ার ঢোকার পথ হচ্ছেএই বন্দর।যা আগে 200 বছর রাশিয়ার অধীনে ছিল।একসময় রাশিয়ার নিকিতা ক্রাশচেব এটি সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকা ইউক্রিনকে দিয়ে দেয়। আর তাই এখন রাশিয়া ইউক্রিয়েনার NATO সংযুক্তি কিছুতেই মানতে পারছে না।তাই বার বার এই সমস্যা সংবাদ শিরোনামে উঠেআসে। যদিও এটিমধ্যে রাশিয়া তার সৈন্য সমাবেশ সরিয়ে নিয়েছে।


No comments:

when he talk

বিকশিত ভারত রোজকার যোজনা

 ১লা অগাস্ট ২০২৫ থেকে শুরুহচ্ছে "প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজকার যোজনা "এই যোজনায় তিন কোটি কর্মসংস্থান হবে বলে দাবি করেছে EPFO(এম...

Most popular....